Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়

তেতুলিয়া, পঞ্চগড়।

সিটিজেন চার্টার

১। গ্রামে ১৮ থেকে ৩০ বৎসর বয়সের কমপক্ষে ৯ম শ্রেণী রেজিষ্ট্রেশনধারী বেকার সদস্য/সদস্যাদের প্লাটুনভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে আত্ম সামাজিক উন্নয়নে স্বনির্ভর গড়ে তোলা।

২। ৭০ দিন রাইফেল প্রশিক্ষণ গ্রহণ করে প্যানেল তালিকায় অন্র্ভুক্ত হওয়ার পর দেশে সরকারি ও বে-সরকারি সংস্থা কেপিআই অঙ্গীভুত চাকুরীর সুযোগ সৃষ্টি করা।

৩। সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা। যেমন- নির্বাচন, দূর্গাপুজা।

৪। অত্যমত্ম সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ আনসার ও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক এবং রাষ্ট্রপতি আনসার পদক ও রাষ্ট্রপতি গ্রাম পতিরক্ষ দল পদক।

৫। প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন ধরনের পুরম্নষ্কার যেমন- রেডিও, টেলিভিশন, বাইসাইকেল, সেলাইম্যাশিন, ছাতা এবং সোনা/রম্নপার মেডেল।

৬। সংগঠন জোরদার করার উদ্দেশ্যে সমিতির জন্য রেডিও, টেলিভিশন, নগদ টাকা, সেলাইম্যাশিন, টিন ও অন্যান্য সামগ্রী।

৭। সরকারী খরচে উন্নয়নমুখী প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণের সময় সবার জন্য প্রয়োজনীয় যাতায়াত ভাতা, বিনা খরচে থাকা এবং ১৫০ টাকা হারে খাওয়া খরচ। অস্ত্র চালনা ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণকালে প্রয়োজনীয় পোষাকাদি (যেমন- সমস্যদের জন্য শার্ট, প্যান্ট, জুতা, মোজা, গেঞ্জি, বেল্ট, টুপি, ব্যাজ এবং সদস্যাদের জন্য শাড়ি, স্কার্ফ, জুতা, মোজা, ব্যাজ ইত্যাদি।

৮। সরকারী খরচে বিভিন্ন বিষয়ে পেশা ভিক্তিক প্রশিক্ষণ এবং স্ব-উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ।

৯। সদস্য/সদস্যাদের সমত্মানদের পঞ্চম, অষ্টম শ্রেণীর বৃত্তি এবং এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর বৃত্তি তহবিল এবং আনসার ও ভিডিপির বিভাগীয় তহবিল থেকে শিক্ষাবৃত্তি।

১০। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্নদের সরকারি, আধাসরকারী, চাকুরীর শতকরা ১০টি সংরক্ষিত পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।